• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

শোক সংবাদ

বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০২৩

মোঃ এরশাদ হোসেন , কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কামরুল হাসান (৫১) নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত কামরুল হাসান রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।সোমবার সন্ধ্যায় কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রæত হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত কামরুল হাসান বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, তার কয়েদী নং-২০১৮/এ । সে দীর্ঘদিন ধরেই স্ট্রোক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads